খুলনা সিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজন কাউন্সিলর নির্বাচিত

খুলনা সিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজন কাউন্সিলর নির্বাচিত,খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুটি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। আজ শুক্রবার সন্ধ্যার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ওই দুই কাউন্সিলর প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।

 

খুলনা সিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজন কাউন্সিলর নির্বাচিত

 

খুলনা সিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজন কাউন্সিলর নির্বাচিত

নির্বাচিত ওই দুই কাউন্সিলর হলেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এস এম খুরশিদ আহম্মেদ ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেড এ মাহমুদ। তাঁরা দুজনই বর্তমান কাউন্সিলর। তবে জেড এ মাহমুদ ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। মহানগর আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী তিনি ২৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছিলেন। আর ২৭ নম্বর ওয়ার্ডটি আওয়ামী লীগের অন্য এক নেতাকে ছেড়ে দিয়েছিলেন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন জানান, ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় দুজনকে আজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নগরের খালিশপুর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডটিতে কাউন্সিলর পদে একমাত্র প্রার্থী ছিলেন মহানগর আওয়ামী লীগের নেতা এস এম খুরশিদ আহম্মেদ। ২০১৩ ও ২০১৮ সালের সিটি নির্বাচনেও তিনি জয়ী হয়েছিলেন।

 

খুলনা সিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজন কাউন্সিলর নির্বাচিত

 

এ ওয়ার্ডে তিনি ছাড়া কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। অন্যদিকে সদরের ২৪ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছিলেন দুজন। বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা মো. শমসের আলীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। আপিল করেও তা টেকেনি। এতে ওই ওয়ার্ডে জেড এ মাহমুদ ছাড়া আর কোনো প্রার্থী ছিলেন না।

আরও পড়ুন:

Leave a Comment