ইসিকে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে :চরমোনাই পীর পীর,সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন ও পরিচালনায় নির্বাচন কমিশনকে (ইসি) অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আজ মঙ্গলবার বিকেলে নগরের জামিআ রশীদিয়া গোয়ালখালী (ক্যাডেট মাদ্রাসা) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত দলটির ‘আঞ্চলিক কর্মী প্রশিক্ষণ কর্মশালায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন
ইসিকে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে :চরমোনাই পীর
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘নির্বাচন আয়োজন ও পরিচালনায় নির্বাচন -কমিশনকে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো রকম পক্ষপাতিত্ব করা হলে দেশে নতুন সংকট সৃষ্টি হতে পারে। আমরা আশা করি, নির্বাচন কমিশন এই ভোটের মাধ্যমে নতুন কোনো সংকট সৃষ্টি করবে না।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘ভোট যেমন একটি পবিত্র আমানত, তেমনি একটি সিটি করপোরেশনের মেয়র পদও গুরুত্বপূর্ণ। সেই কারণে জনগণের আমানত রক্ষা করে দুর্নীতি-দুঃশাসনমুক্ত পরিকল্পিত নগরী গড়তে একজন দ্বীনদার মানুষকে নির্বাচিত করা সব শান্তিকামী নাগরিকের কর্তব্য।’ তিনি আসন্ন খুলনা সিটি নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান।
আয়োজক সংগঠনের মহানগরের সভাপতি ও খুলনায় হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী আবদুল আউয়ালের সভাপতিত্বে এবং মহানগরের সেক্রেটারি মুফতি ইমরান হুসাইনের সঞ্চালনায় কর্মশালায় চরমোনাই পীর বলেন, ‘হাতপাখা প্রতীক নিয়ে এখনই মানুষের দ্বারে দ্বারে নেমে পড়ুন। মানুষের মন জয় করুন। জনগণের সেবা করুন। দেশের যেকোনো কল্যাণে ঝাঁপিয়ে পড়ুন। হাতপাখা হলো শান্তির প্রতীক। শান্তির প্রতীক নিয়ে জনগণের কাছে আগামীর শান্তির বার্তা পৌঁছে দেন।
আমরা একটি মডেল রাষ্ট্র কায়েম করতে চাই। যেখানে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি, খুন, গুম থাকবে না। মানুষ শান্তিতে বসবাস করবেন।’কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী, অধ্যাপক মাহবুবুর রহমান, খুলনা জেলার সভাপতি মাওলানা আবদুল্লাহ ইমরান উপস্থিত ছিলেন।
কর্মশালায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের খুলনা মহানগরের সহসভাপতি মুফতি আমানুল্লাহ, দলটির খুলনা সিটি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান শেখ মো. নাসির উদ্দিন, সমন্বয়কারী ইমরান হুসাইন, সহ-সমন্বয়কারী আসাদুল্লাহ গালীব, নির্বাচনের প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা এম এ হাসিব গোলদার, অর্থ সমন্বয়কারী আবু গালিব, সহ–সমন্বয়কারী রবিউল ইসলাম, মিডিয়া সমন্বয়কারী আবদুল্লাহ আল নোমান, ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. ইমরান হোসেন মিয়া, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আবদুর রশিদ, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আকবার আলী পাঠান প্রমুখ।
আরও পড়ুন: